বাঁচলো না ‘আইএস বধূ' শামীমার শিশু সন্তান
যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় চলে যাওয়া ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি-বধূ শামীমা বেগমের শিশু সন্তনাটি মারা গেছে। প্রায় তিন সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়েছিল। শুক্রবার (৮ মার্চ) এ খবর নিশ্চিত করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র। সিরিয়ায় শামীমা বর্তমানে যে ক্যাম্পে আছেন, তার তদারকি করছে এসডিএফ। এটি মূলত মার্কিন সমর্থনপুষ্ট আইএস বিরোধী একটি গ্রুপ।
শনিবার, ৯ মার্চ ২০১৯, ১৩:২৮